শার্শা ও বেনাপোলে পোর্ট থানার নবনিযুক্ত দুই ওসিকে শুভেচ্ছা জানালো সীমান্ত প্রেসক্লাব

যশোর জেলার শার্শা এবং বেনাপোল(পোর্ট থানায় নবনিযুক্ত দুই ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছায় ভাসালেন “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”।

মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ দুই ওসির কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান। নবনিযুক্ত ওসিরা হলেন-বেনাপোল পোর্ট থানার মোঃ মামুন খান এবং শার্শা থানার ওসি আতাউর রহমান।

উল্লেখ্য,বদলি জনিত কারণে দুটি থানার অফিস(প্রশাসন) কার্যালয় কর্মকর্তা শূন্যতার সৃষ্টি হয়। ফলে, দুটি থানার প্রশাসনিক কার্যক্রম কিছুটা শিথিল হয়ে পড়ে। যশোর জেলার এ দুটি থানা সীমান্তবর্তী হওয়ায় এ এলাকায় চোরাচালান এবং বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড অন্যান্য থানার তুলনায় অনেকটা ভিন্নতর। সে কারণে একা ওসি(তদন্ত)এর উপর কাজের চাপ বেড়ে যায়।বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। কালক্ষেপণ না করে এই দুটি থানাতে দ্রুত ওসি নিয়োগ দেন। বর্তমানে ওসিদ্বয় তাদের স্ব-স্ব কর্মস্থলে যোগদান করেছেন।

নবনিযুক্ত ওসিদ্বয় সাংবাদিকদের বলেন,মাদক,অস্ত্র,বিস্ফোরকসহ যেকোন ধরনের কার্যক্রম রুখতে আমরা সদা প্রস্তুত রয়েছি। তারা এও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। তবে,এ ব্যাপারে ওসিদ্বয় সাংবাদিকদের সর্বপ্রকার সহায়তা কামনা করেন।

বেনাপোল (পোর্ট) থানার (ওসি)মোঃ মামুন খান বলেন, থানায় এসে জিডি,অভিযোগ দায়ের করতে কোন প্রকার টাকা লাগবে না।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর