জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

ফতুল্লায় জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পেল না বিসিবি একাদশ।বলা যায় বাংলাদেশকে এক রকমে উড়িয়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।বাংলাদেশের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখে ৭ উইকেট জয় পেয়েছে সফরকারীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিসিবি একাদশ।সে দলে ছিলেন জাতীয় দলের সাব্বির-মুশফিকরা।তবুও পাত্তা পেল না টেইলর মাসাকাদাজাদের কাছে।

প্রথমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে টাইগাররা। সাব্বির ৩১ বলে ৩০ করেছেন। মুশফিক করেছেন ২৬ বলে ২৬। দুটির একটিকেও আদর্শ টি-টোয়েন্টি সিরিজ বলা যাবে না। সাইফউদ্দিনও শেষের দিকে ৭ বলের বেশি খেলতে পারেননি। সাব্বির-মুশফিকের ইনিংস দুটির বাইরে রান এসেছে সাঈফ হাসান (১৯ বলে ২১) ও মোহাম্মদ নাঈমের (১৪ বলে ২৩) ব্যাট থেকেই।

শুরুটা ছিল উৎসাহ-জাগানিয়া। ৩.৫ ওভারেই ২৬ রান তুলে ফেলেছিল সাইফ-নাঈমের ওপেনিং জুটি। মাদজিভা এই জুটি ভাঙেন সাইফকে এলবিডব্লু করে। ৬.৫ ওভারে স্কোরবোর্ডে ৫৩ রান তুলে ফেরেন নাঈম। তাঁর ১৪ বলে ২৩ রানের ইনিংসটিতে ছিল ৫টি চারের মার। সাইফ ১৯ বলে ২১ করেছেন একটি বাউন্ডারি ও একটি ছক্কায়। দুই তরুণ-তুর্কি আফিফ হোসেন ও ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১০ ও ৬।

জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট পেয়েছেন শন উইলিয়ামস। নেভিল মাদজিভা নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন কাইল জার্ভস ও টেন্ডাই চাতারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অসাধরণ খেলেছেন জিম্বাবুয়ান দুই ওপেনার ব্রেন্ডন টেলর ও অধিনায়ক হ্যামিলটন মাসাকাদাজা।দুই ওপেনার গড়েন ৪২ রানের ঝুটি।২৩ বলে ৩১ রান কাটা পড়েন ক্যাপ্টেন।এরপর দ্রুত ফিরে যান আরবিন এবং উইলিয়ামসন।তাতে সফরকারীদের জয় পেতে কোন সমস্যা হয়নি।

তাণ্ডব চালিয়েছেন ওপেনার টেলর ও চার নম্বরে নামা মারুমা।শেষ অপরাজিত থেকে এই দুজন মাঠ ছাড়েন। ৪৪ বলে ৫৭ রানে অপরাজি ছিলেন টেলর আর ২৮ বলে ৪৬ রান করেন মারুমা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর