শিক্ষার্থীরা ঘুমান গণরুমে, ডাকসু জিএসের কক্ষে এসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর গুণরুমে গরমসহ নানা সমস্যায় শিক্ষার্থীরা দিনযাপন করলেও ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে নিজের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) লাগিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।ডাকসুর সাধারণ সম্পাদকের (জিএস) এমন আয়োজনকে ভালো চোখে দেখছেন না সাধারণ শিক্ষার্থীরা।

গণরুম ব্যবস্থা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়ে ডাকসুর নেতৃত্বে এসছিল ছাত্রলীগ।মেয়াদের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেননি তারা।বরং শিক্ষার্থীরা গণরুমেই থাকছে।আর তাদের প্রতিনিধি ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী থাকেন শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে।

অবশ্য ডাকসু ভবনের কক্ষগুলোতে এসি লাগানোর জন্য রাব্বানী প্রস্তাব নিয়ে এলে তাতে সমর্থন দেননি বলে জানান ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি বলেন, ‘যেখানে শিক্ষার্থীরা গণরুমে অমানবিক পরিবেশে ২০-২২ জন করে গাদাগাদি করে থাকে, সেখানে আমরা তাদের প্রতিনিধি হয়ে এসি রুমে থাকব-এটা আমার কাছে শোভনীয় মনে হয়নি।’

তবে রাব্বানীর কক্ষে এসি লাগানোর বিষয়ে জানা নেই জানিয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘আমার জানা নাই। তবে আমার রুমে নাই।’

এই বিষয়ে ছাত্রলীগ ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ‘ডাকসুতে আমাদের কক্ষগুলো দ্বিতীয় তলায় এবং উপরে আর কিছু নেই। এখানে রোদ বেশি হওয়ার কারণে এগুলো বিবেচনায় নিয়ে আমাদের এক শুভাকাঙ্ক্ষী, আমার বিভাগের সাবেক এক বড় ভাই এটি উপহার দিয়েছেন। তিনি অন্যদের রুমেও লাগানোর কথা বলেছিল, তারা চাইলে হয়তো তাদের রুমেও লাগানোর ব্যবস্থা করবেন।’

এদিকে কিছুদিন আগে ঢাবির গণরুমে থাকা এক ছাত্রের ছারপোকার কামড়ে পিঠে ক্ষত সৃষ্টি হয়। ক্ষতের ছবি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। তোলপাড় সৃষ্টি হয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা গণরুমের আরও কষ্টের কথা ও চিত্র তুলে ধরেন ফেসবুকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর