ক্রিকেটের পর ফুটবলেও পাত্তা পেলো না বাংলাদেশ

গতকাল ক্রিকেটে বিধ্বস্ত হয়েছেন সাকিবরা। আর আজ মঙ্গলবার রাতে ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি জামাল ভুঁইয়ারা। হার দিয়ে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ০-১ গোলে হেরেছে তারা। দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে বলের দখল বা আক্রমণ কোনও বিভাগেই আফগানদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ৬৫ ভাগ সময় বল দখলে ছিল আফগানদের।

বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে খেলার ২৭ মিনিটে আফগানিস্তানকে লিড এনে দেন ফারশাদ নূর। জবাবে আফগান গোলমুখে মাত্র তিনটি শট নিতে সক্ষম হন বাংলাদেশের ফুটবলাররা। যার মধ্যে দুটি শট আফগান গোলরক্ষক রুখে দেন।

এবারের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানকে। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ১০ই অক্টোবর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর