সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানার ৬ আসামিকে আটক করেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি থেকে উক্ত আসামিদের আটক করে পুলিশ।
গ্রেফতারি পরোয়ানার আটককৃত আসামিরা হচ্ছে, উপজেলার খড়িয়াটি গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে মোক্তার গাজী , ব্রক্ষম তেঁতুলিয়া গ্রামের মোঃ আজগর গাজীর ছেলে মোঃ আবুল কাশেম গাজী, সোনাতনকাটি গ্রামের মোঃ নজরুল সানার ছেলে মোঃ আছাদুল সানা, কুড়িকাউনিয়া গ্রামের মহররম মোড়লের ছেলে সাইদুল মোড়ল, আশাশুনি পূর্ব পাড়ার বদিউজ্জামান মন্টুর ছেলে তাজ ও আশাশুনি পশ্চিম পাড়ার আব্দুল কুদ্দুস ছোট’র ছেলে আল মামুন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার সোমবার রাতে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা ৮(০৯)/১৯ এর আসামী মোক্তার গাজীকে , এএসআই (নিঃ) নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পাঃ জাঃ-১৩/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ আবুল কাশেম গাজীকে এএসআই (নিঃ) শাহজামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ননজিআর-২২/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ আছাদুল সানাকে এএসআই (নিঃ) জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-২৮০/১৩ গ্রেফতারী পরোয়ানার আসামি সাইদুল মোড়লকে, অপরদিকে মঙ্গলবার সকালে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় এসআই (নিঃ) ফণী ভুষন সরকার, এএসআই (নিঃ) আলমগীর হোসেন ও ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা ১০(০৯)/১৯ এর আসামী তাজকে ও আল মামুনসহ তাদেরকে বাড়ী হতে গ্রেফতার করে। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস