আইসিসিতে প্রশংসিত উসমান খাজা

অস্ট্রেলিয়ার একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। চলতি বছরে দুর্দান্ত পারফরর্ম করে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। সবশেষ ১০ ওয়ানডেতে দুই সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটির সাহায্যে (৫০, ৩৬, ১০৪, ৯১, ১০০, ২৪, ৮৮, ০, ৬২ ও ৯৮) সব মিলে ৬৫ গড়ে ৬৫৩ রান করেন উসমান খাজা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল পেজে উসমান খাজার দুর্দান্ত পারফরম্যান্সের সবশেষ ১০ ইনিংসের রান উল্লেখ্য করে তার প্রশংসা করা হয়েছে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেন উসমান খাজা। উদ্বোধনীতে অ্যারন ফিঞ্চের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়েন খাজা।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শন মার্সের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। ইনিংসের শুরু থেকে দুর্দান্ত খেলায় খাজা সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু দুর্ভাগ্য খাজার। ভালো খেলেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।

উসমান সেনওয়ারির বলে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। তার আগে ১১১ বলে ১০টি চারের সাহায্যে ৯৮ রান করেন উসমান।

পাকিস্তান সিরিজের আগে ভারতের মাঠে দুর্দান্ত ব্যাটিং করে দলকে শিরোপা উপহার দেন পাকিস্তানে জন্ম নেয়া অস্ট্রেলীয় এই ওপেনার। ফাইনালে ম্যাচসেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও জেতেন উসমান।

ভারতের মাঠে পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরি ও দুটি ফিফটি গড়েন খাজা। যার ব্যাটিং গড়ও ঈর্ষনীয়। ভারত সিরিজে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেন অস্ট্রেলিয়া দলের প্রথম মুসলিম খেলোয়াড় উসমান খাজা।

ভারতের মাঠে ব্যাটিংয়ে রাজত্ব করা অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে।

পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন উসমান খাজা। তিনি যখন ছোট ছিলেন তার পরিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে স্থায়ীভাবে বসবাস করে।

২০০৮ সালে নিউ সাউথ ওয়েলস দলের হয়ে টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ওই বছর তিনি সাউথ ওয়েলসের হয়ে জোড়া সেঞ্চুরি করেন।

অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা উসমান ২০১০-১১ মৌসুমে অ্যাশেজে অভিষেক হওয়া অস্ট্রেলীয় প্রথম মুসলিম ক্রিকেটার। শুধু ক্রিকেটার হিসেবেই নয়! পাইলট হিসেবেও তিনি বেশ পরিচিত।

২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের আগে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এভিয়েশন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগেই পাইলট হিসেবে লাইসেন্স পান। উসমান খাজা ওয়েস্টফিল্ড স্পোর্টস হাইস্কুল থেকে শিক্ষা লাভ করেন।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলায় ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ৪১টি টেস্ট ম্যাচ খেলে ৮ সেঞ্চুরিতে ৪২.৫৩ গড়ে ২ হাজার ৭৬৫ রান করেন।

২০১৩ সালে ওয়োনডে ক্রিকেটে অভিষেক হওয়া উসমান এবার ভারত সফরে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে খেলে দুই সেঞ্চুরিতে ৪২.০০ গড়ে ৯৬৬ রান করেন খাজা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর