পাকিস্থানের অধিনায়কে সতর্ক থাকার আহ্বান

মোটেও ভালো নেই পাকিস্তান ক্রিকেট দল। একে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতে করুণ অবস্থা। অন্যদিকে দুংসংবাদের বারতা। মূলত স্লো ওভার রেটের কারণে আইসিসি থেকে জরিমানা গুণতে হয়েছে পাকিস্তানকে।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ৫০ ওভারের কোটা শেষ করতে পাকিস্তানকে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল তার চেয়ে বরং বেশিই সময় ব্যয় করেছে দলটি। যে কারণে অধিনায়ক ইমাদ ওয়াসিমকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের বাকিদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো এই জরিমানা করেন।

এক্ষেত্রে ভারপ্রাপ্ত অধিনায়ক ইমাদ ওয়াসিমকে সতর্ক থাকতে হবে। কারণ, পরবর্তী ১২ মাসের মধ্যে আবার যদি তিনি স্লো ওভার রেটের দণ্ডে দণ্ডিত হন তাহলে জরিমানার পাশাপাশি নিষিদ্ধও হবেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর