পবিত্র আশুরা উপলক্ষ্যে চট্রগ্রাম নগরীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষ্যে প্রতি বছরের মত এবারও চট্রগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে মাওলানা আমজাদের নেতৃত্বে হাজারো ভক্তের জুলুস সহকারে মিছিলটি বের হয়। জুলুসে অংশগ্রহণকারী ভক্তদের পরনে ছিল কালো পোশাক। মিছিলের সামনে ও পেছনে নিরাপত্তার স্বার্থে ছিল বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব।

জুলুস বা মিছিলটি শান্তিপূর্ণভাবে নগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

মিছিলে নেতৃত্বদানকারী জনাব মাওলানা আজাদ শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন এবং আশুরার কর্মসূচিতে সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।

এছাড়া দুপুরে খুলশী থানাধীন ওয়ারলেস এলাকা থেকে ধর্মীয় স্থাপনার নানান প্রতিকৃতিসহ সুন্নিয়া তাজিয়া মিছিল নামে আরেকটি মিছিল বের হয়। সেখানেও ভক্তদের প্রচুর ঢল দেখা যায়। ওয়াসা মোড়, লালখান বাজার, টাইগার পাস মোড়, কদমতলী, নিউমার্কেট মোড় ঘুরে পুণরায় মিছিলটি ওয়ারলেস কলোনিতে ফিরে যায়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর