দশম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত, যুবকের কারাদন্ড

নোয়াখালীর কবিরহাটের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রুবেল (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম’র আদালতে এ দন্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত রুবেল উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমন্ডলিয়া গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ রুবেল চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে ও তার পরিবারের ফোনে কল দিয়ে উত্যক্ত করত। বখাটে যুবকের হুমকির মুখে তাঁর পড়া লেখা বন্ধ হওয়ার উপক্রম হয়।

পরে স্কুল ছাত্রী সুলতানা আক্তার সুমি (১৬), লিখিত ভাবে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে তিনি কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তীকে ঘটনাস্থলে পাঠিয়ে রুবেলকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালত অভিযুক্ত রুবেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম মুঠোফোনে বার্তা বাজার কে জানান, স্কুল ছাত্রীর অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত রুবেলকে কারাদন্ড প্রদান করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর