সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার দায়ে একটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।সোমবার দুপুরে উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে উত্তরা ৩ নম্বর সেক্টরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ‘নন্দন কানন ডেভেলাপারস’কে ৩৫ হাজার টাকা এবং সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করবে ডিএনসিসি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর