টাইগাররা চরম লজ্জার মুখোমুখি। এমন সময়ে আম্পায়ারের এমন ভুলও কি মেনে নেয়া যায়! তাইজুল ইসলামকে করা রশিদ খানের বলটি ডিফেন্স করলেন ব্যাটসম্যান। ব্যাটে লেগে প্যাডে গেলো বল। কিন্তু আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন।
রিভিউ বাকি ছিল না বাংলাদেশের। ফলে দুর্ভাগ্যই বরণ করতে হলো টাইগারদের। বিদায় হলো ৯ম উইকেটের।
হার এমনিতেই অবধারিত ছিল যেন। সেটাকে বিলম্বিতই করে বৃষ্টি শেষ বিকেলে ১৮.৩ ওভার খেলার সুযোগ করে দিলো। তাতেও লজ্জার হার থেকে নিজেদের বাঁচাতে পারলো না বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই যেন লজ্জায় অধোবদন হলো বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হেরে গেলো ২২৪ রানে।
বিস্তারিত আসছে…