নোয়াখালীতে বৃক্ষরোপন, র‌্যালী ও গাছের চারা বিতরন

আনসার ও ভিডিপি’র আয়োজনে সারাদেশের ন্যায় নোয়াখালীতে বৃক্ষরোপন, র‌্যালী ও গাছের চারা বিতরন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আনসার ও ভিডিপি’র অংশগ্রহনে র‌্যালীটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে কার্যালয় প্রঙ্গনে বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়। এসময় জেলার নয়টি উপজেলার আনসার ভিপিপি’র সদস্যদের মাঝে ১৭০০ ফলজ ও ভেষজ গাছের চারা বিতরন করা হয়। প্রতি সদস্য নিজ নিজ এলাকায় ৫টি করে এ চারা রোপন করবে। চারা বিতরন কালে ৩৩ আনসার ব্যাটালিয়ান এর পরিচালক আশিষ কুমার ভট্রাচার্য্য বলেন, এ বৃক্ষরোপন পরিবেশ সংরক্ষন, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফছার চৌধুরী, সার্কেল এ্যাডজুটেন্ট সোহেল রানা সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর