আফগানদের মুখের হাসি কেড়ে নিচ্ছে বাংলাদেশের ‘আকাশ’

একবার নয় বার বার আফগানদের মুখের হাসি কেড়ে নিচ্ছে বাংলাদেশের আকাশ।পাঠক, উনি কোন ক্রিকেটার নন।আপনাদের নিশ্চয় বুঝতে কষ্ট হওয়ার কথা নন, উনি কে।এই আকাশ থাকে বাংলায়, হয়ত সেই সুবাধে বার বার সাকিব-মুশফিকদের প্রটেক্ট দিচ্ছে! তা না হলে কেন এমন?সব জল্পনা মাড়িয়ে দুপুরে ব্যাট হাতে নামে সাকিব-সৌম্য।আর নামতেই সাহায্যের হাত বাড়াল সেই আকাশ!

সফরকারী আফগানদের দেয়া ৩৯৮ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে জম্ম ভূমিতে পথ হারিয়েছে বাংলার ছেলেরা।পাহাড় টপকাতে গিয়ে যেন হোঁচট খেয়ে পড়ছে সবাই।নবীন আফগানদের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে করেছে যা ইচ্ছে তাই।দ্বিতীয় ইনিংসেও যেন ওরা ছেনা পথে পা পিছলে পড়ছে।১২৫ রান তুলতে হারিয়েছে ৬টি মূল্যবান উইকেট।ঠিক এমন সময়ে সবার প্রশ্ন দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কি বাঁচাতে পারবেন সাকিবরা?

ম্যাচ বাঁচাতে সোমবার (৯ সেপ্টেম্বর) সারা দিন ব্যাট করতে হতো বাংলাদেশকে।কিন্তু যুদ্ধে মোকাবেলা করার যথেষ্ট সম্পদ নেই বাংলাদেশের হাতে।ঠিক এমন সময় ‘আকাশ’ থেকে সাহায্য আসে বৃষ্টি।যা গতকাল দলনেতা কামনা করেছিলেন।

গতকাল সাকিব আল হাসান বলেছিলেন, টেস্ট বাঁচানোর জন্য বৃষ্টির ওপরেও ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে, ‘হারের খুব কাছাকাছি। বৃষ্টি আর স্বয়ং আল্লাহ যদি আমাদের (অপরাজিত) দুজনকে দিয়ে না খেলান, তাহলে হারার সম্ভাবনা খুবই বেশি।’

এখন অনেকটা নিশ্চিত দিয়েই বলা যায় বাংলাদেশকে বাঁচাতে বড় উপকারী বন্ধু এই আকাশ ছাড়া আর কেউ নেই।এটা অনেকটা শতভাগ নিশ্চিত দিয়েই বলা যায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, চট্টগ্রামের আকাশ বাংলাদেশের সেই পাহাড়সম কাজের চাপের ভাগ নিতে চলে এসেছে।

শেষ পর্যন্ত অধিনায়কের মনের সুপ্ত বাসনাই হয়তো পূরণ করতে যাচ্ছে চট্টগ্রামের আকাশ!

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর