ফের বাংলাদেশের হয়ে ব্যাটিং করছে বৃষ্টি

চট্টলার আকাশ থেকে মেঘ কেটে যাওয়ায় বাংলাদেশের সমর্থকদের মুখ মলিন হয়েছে বেশ।অন্যদিকে রাশিদ খানের মুখের টোল পড়া হাসি যেন আরো চওড়া হয়েছে।আর হবে নাই–বা কেন? আর মাত্র চারটা উইকেট নিয়ে নিলে যেখানে তারা ইতিহাসের দ্বিতীয় টেস্ট জিতে যাবে।তবে বাংলাদেশিদের মন খরাপের বিষয়টা হয়ত বৃষ্টির মোটেই পছন্দ হয়নি।তাই এক ওভার না গড়াতেই ফের বৃষ্টি ব্যাট হাতে চলে আসলেনেআফগানদের তাড়া করতে!

গতকাল রাত থেকেই চট্টগ্রামের আকাশটা গোমড়ামুখে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। অবশেষে বৃষ্টি থেমেছে সিদ্ধান্ত হয় লাঞ্চের পরে ফের মাঠে গড়াবে বল।হলোও তাই।তবে এক ওভার বল না গড়াতে সেই বৃষ্টির হানা।ফলে ফের ড্রেসিংরুমের পথ ধরলেন ক্রিকেটাররা।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর