বৃষ্টির ব্যাটিং শেষে এবার নেমেছেন সাকিব-সৌম্য

চট্টলার আকাশ থেকে কেটেছে কালো মেঘ, থেমেছে বৃষ্টি।আর তাতে ব্যাট হাতে নেমেছে ওভার নাইট অতিক্রম করা সাকিব-সৌম্য। এদিকে মেঘ কাটার সাথে যেন উচ্ছ্বাস বেড়েছে আফগান শিবিরে।রশিদ-নবীরা প্রার্থনায় ছিলেন কখন থামবে বৃষ্টি।কারণ ম্যাচটা যে তাদের ক্যাম্পে অনেকটা ভিড়ানো।

গতকাল রাত থেকেই চট্টগ্রামের আকাশটা গোমড়ামুখে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ফলে, চট্টগ্রামের আকাশের সঙ্গে তাল মিলিয়ে আফগান খেলোয়াড় আর কর্মকর্তাদের মুখও গোমড়া হচ্ছে আস্তে আস্তে। আর হবে নাই–বা কেন? আর মাত্র চারটা উইকেট নিয়ে নিলে যেখানে তারা ইতিহাসের দ্বিতীয় টেস্ট জিতে যাবে, সহজ জয়ের পথে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে তাদের ভালো লাগবেই–বা কেন?

অবশেষে বৃষ্টি থামল।আর তাতে আফগানদের মুখে জমে থাকা ঘোড় অন্দকারও কাটল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর