পঞ্চম দিনে আধ ঘন্টা আগে নামবে বাংলাদেশ-আফগানিস্তান

বৃষ্টির বাগড়ায় চতুর্থ দিনে তিন দফা খেলা বন্ধ হয়েছে। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে তাই আধা ঘন্টা আগে খেলা শুরু হবে। সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান।

বাংলাদেশের আজ (সোমবার) টেস্ট বাঁচানোর লড়াই। লক্ষ্য ৩৯৮ রানের। ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলতে নামবে টাইগাররা। উইকেটে আছেন দলপতি সাকিব আল হাসান। তিনি ৩৯ রান নিয়ে ব্যাটিং করছেন।

সঙ্গে থাকা সৌম্য সরকার এখনও রানের খাতা খুলতে পারেননি। স্বীকৃত ব্যাটসম্যান জুটি বলতে এটিই। এরপর রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম আর নাইম হাসান।

এই টেস্ট জিততে হলে তাই অসাধ্য সাধনই করতে হবে। আরেকটি সম্ভাবনা আছে। সেটি হলো বৃষ্টির আশীর্বাদ। চট্টগ্রামে আজ সকালে বৃষ্টির পূর্বাভাস আছে। এই বৃষ্টি পরে বন্ধ হলেও ফের নামতে পারে দুপুরের দিকে।

তাই টেস্ট বাঁচানোর জন্য ভালো ব্যাটিংয়ের সঙ্গে ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এখন ভাগ্যটা সহায় হলেই হয়!

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর