১২ দফা দাবি নিয়ে মাঠে রংপুর কৃষক ফ্রন্ট

রংপুর নগরীতে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের আয়োজনে তিস্তার পানির ন্যায্য হিস্যা, কৃষি ফসলের ন্যায্যমূল্য, ১০ টাকা কেজি দরে চাল ও চাকুরির প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে রবিবার (৩১ মার্চ) দুপুরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সভাপতি রোকনুজ্জামান রোকন, কৃষক ফ্রন্টের জেলা সংগঠক এমদাদুল হক বাবু প্রমূখ।

বক্তারা অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর