শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

বগুড়ার গাবতলীতে মুরগির খামারে শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পর্শে সঞ্জিত কুমার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

নিহত সঞ্জিত কুমার গাবতলীর পুরানবাজার এলাকার চুনিলালের ছেলে। তিনি হামিদপুর গ্রামে মামুন মণ্ডলের মুরগির খামারের কর্মচারী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই খামারে মাঝে মাঝে শেয়াল হানা দিয়ে মুরগি নিয়ে যায়। শেয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে মালিক খামারের চারিপাশে জিআই তার দিয়ে ঘিরে সেখানে রাতে বিদ্যুৎ সংযোগ দেন। রাতের কোনো এক সময় সঞ্জিত অসাবধানতাবশত বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান।

গাবতলী থানার ওসি সেলিম হোসেন শেয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর