বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফিজিওথেরাপী পরিষদের ‘‘র‌্যালী ও আলোচনা সভা’’ অনুষ্ঠিত

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফিজিওথেরাপী পরিষদের উদ্যোগে র‌্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাহবাগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে শাহবাগ পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফিজিওথেরাপি পরিষদের সভাপতি ডাঃ মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. আ.স.ম আরেফিন সিদ্দিক।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের স্বাস্থ্য বিভাগের ডিন ড.মো: আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ফিজিওথেরাপি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ মোঃ ইব্রাহিম খলিল, বঙ্গবন্ধু ফিজিওথেরাপী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান।

এসময় বঙ্গবন্ধু ফিজিওথেরাপি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ শামীম আহসান (পিটি), সাংগঠনিক সম্পাদক আশা চৌধুরী, প্রচার সম্পাদক প্রদীপ চন্দ্র দাসসহ দুই শতাধিক ফিজিওথেরাপি চিকিৎসক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর