সিরাজদিখানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এলাকাবাসীর উদ্যোগে একটি রাস্তা নির্মান করা হয়েছে। উপজেলার লতব্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মালেক মিয়ার বাড়ির কবর স্থান থেকে মোস্তফা মিয়ার বাড়ি পর্যন্ত ৬ ফুট চওরা করে প্রায় ৫০০ মিটার রাস্তা নির্মাণ হয়। রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন প্রবাসী মোঃ নাছির মিয়া।

রাস্তাটি নির্মাণের ফলে ৯ নং ওয়ার্ডের ঘন বসতিপূর্ন গ্রামটির হাজারো জনসাধারণসহ স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা হবে বলে আশা স্থানীয়দের।

এই সড়কটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। সড়কটি নির্মাণের ফলে গ্রামবাসীদের মধ্যে সস্তি ফিরেে এসেছে।

স্থানীয়রা বলেন, এখানে যাতায়াতের কোন রাস্তাই ছিলো না। আমাদের যাতায়াতের খুব কষ্ট হত। বৃষ্টি হলে তো বাড়ী থেকে বের হওয়াই কষ্টকর ছিলো। এলাকায় কোন মানুষ মারা গেলে লাশের খাট টাও ঠিক মত বের করা যেতো না। এখন এই রাস্তাটি নির্মাণে রিকসা ও অটোরিকসা,ছোট ছোট যান বাহন অবাধে চলতে পারবে। মোঃ নাছির মিয়া বিদেশ থেকে এসে যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের সকলের অনেক উপকার হয়েছে।

মোঃ নাছির মিয়া বলেন, আমাদের এই গ্রামটিতে যাতায়াতের উপযোগী কোন রাস্তাই ছিলনা। আমার বেশি খারাপ লাগতো মানুষ মারা গেলে তার লাশ টাও ঠিক মত খাটে করে বের করা সম্ভব হতো না। তাই আমি এলাকাবসী সবাইকে বুঝিয়ে ও সকলের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছি। তবে এখন সরকারের কাছে একটা দাবি যদি এই মাটির রাস্তাটি ইটদিয়ে চলার উপযোগী করে দেয়, তাহলে এলাকার মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে।

উপজেলার লতব্দী ইউপি চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেন বলেন, নাছির মিয়া যে উদ্যোগ নিয়েছে সেটা একটা ভালো কাজ। সে জন্য তাকে ধন্যবাদ জানাই, নাছির মিয়াদের মত যদি সবাই সমাজের ভাল কাজে এই রকমভাবে এগিয়ে আসে, তাহলে দেশ আরো এগিয়ে যাবে।। আর আমরা ইউনিয়ন পরিষদ থেকে ইট দিয়ে চলার উপযোগী করে দেব। যাতে এলাকার মানুষ ভালভাবে চলাচল করতে পারে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর