১০৩ টাকায় চাকরি দেয়া সেই পুলিশ সুপারকে ফুল দিয়ে বিদায়

কনস্টেবল পদে মাত্র ১০৩ টাকায় চাকরি দেয়া সেই পুলিশ সুপার জিহাদুল কবির চাঁদপুর থেকে বিদায় নিয়েছেন। এসময় জিহাদুল কবিরকে বহনকারী গাড়িটি ফুল দিয়ে সজ্জিত করে দেন সহকর্মীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সহকর্মীরা বিদায় দিয়েছেন এই পুলিশ কর্মকর্তাকে।

এর আগে গত শনিবার রাতে চাঁদপুরে শেষ কর্মদিবস করেন জিহাদুল কবির। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

জিহাদুল কবির এর আগে গত ১ বছর চাঁদপুরে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা থেকে চাঁদপুরে আসার আগে মাগুরা ও রাজবাড়ির পুলিশ সুপার ছিলেন।

বর্তমানে তিনি ঢাকা রেঞ্জে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে উন্নিত হয়েছেন।

গত একবছর দায়িত্ব পালন কালে পুলিশ সুপার জিহাদুল কবির জেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করেছেন। তার সবচেয়ে আলোচিত দিক ছিল, মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে শতাধিক যুবক ও যুবতীকে চাকরির সুযোগ করে দেওয়া।

এদিকে, আগামীকাল চাঁদপুরে নতুন পুলিশ সুপার পদে যোগদান করবেন মাহবুবুর রহমান। তিনি এর আগে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর