খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ ও ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে সমাবেশের ঘোষণাও দেয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

ফখরুল বলেন, দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

ফখরুল আরও বলেন, খালেদা জিয়া আর্থরাইটিস এ ভুগছেন যার সঠিক চিকিৎসা না হলে চিরস্থায়ী পঙ্গুতের স্বীকার হতে পারেন তিনি।

এসময় রংপুর ৩ আসনের উপনির্বাচনে ২০ দলীয় জোট থেকে পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার কথাও জানান তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর