‘চাল সিদ্ধ’ না হওয়ায় তুমুল মারামারি, ভেঙে গেল বিয়ে

পাঠক, শিরোনাম দেখে চোখ কপালে উঠেছে নিশ্চয়।অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে খাবার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড হয়ে গেছে।এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তুঙ্গে।গড়িয়েছে থানা পর্যন্ত।

শুক্রবার উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে পোলাওয়ের চাল সিদ্ধ হয়নি অজুহাতে দু’পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার সঙ্গে পাশের বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। যথারীতি দুপুরে শতাধিক বরযাত্রী কনের বাড়িতে খাবার খাওয়ার সময় পোলাওয়ের চাল ঠিকমতো সিদ্ধ হয়নি, এমন অভিযোগ তুলে কনে পক্ষের সঙ্গে তর্কে জড়ান।

এ সময় বর পক্ষের কয়েকজন কনের বাড়ির লোজকজনের ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় বিয়ে পণ্ড হওয়াসহ বরকে গ্রাম্য সালিশে জরিমানা করা হয়।

কনের বাবা জানান, এমন অসভ্য ঘরে তার মেয়ে বিয়ে দেবেন না।

গজারিয়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কনে পক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করেছে। উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর