বেরোবি’র ৬৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৬৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং শতবর্ষে বঙ্গবন্ধু স্টাডিজ জার্নাল ইংরেজিতে ও বঙ্গবন্ধু গবেষণা জার্নাল বাংলা ভাষায় আলাদাভাবে প্রকাশের সিদ্ধান্ত হয়।

সভায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবটিকস ও ইলেকট্রিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি/আপগ্রেডেশনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাসেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের প্রফেসর ড. হাসিবুর রশীদ, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) প্রমূখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর