পাকুড়িয়া ইউনিয়নে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ৩ টায় পাকুড়িয়া পুঁটিজানা উচ্চ বিদ্যালয় ঠাকুরের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। উপজেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হামিদুর রহমান, ধলা ইউপি চেয়ারম্যান মোঃ রইচ উদ্দিন, কামারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আঃ বারী চাঁন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আলহাজ্ব খোরশেদ আলম, পাকুড়িয়া ইউপি সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, ইউপি সদস্য মোঃ মতি মিয়া, মোঃ নজরুল ইসলাম, আব্দুল হালিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ধলা ইউনিয়ন ৩-০ গোলে কামারিয়া ইউনিয়নকে পরাজিত করে। পাকুড়িয়া ইউনিয়নের পুঁটিজানা উচ্চ বিদ্যালয় ঠাকুরের মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর