ডিমলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আজ সকাল ১০ঘটিকায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয় নিয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সস্পৃক্তকরণের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে নীলফামারী জেলা তথ্য অফিস।

ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ প্রেস ব্রিফিংয়ে বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রূপকল্প-২০২১ গ্রহণ করা হয়। বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে অগ্রগামী হয়েছে।

দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত, বাসস্থান নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন জনগণের দোর গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, সর্বোপরি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ করা।

প্রেস ব্রিফিংয়ে জেলা সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় সাংবাদিকদের উন্মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করার আহ্বান জানালে মতামত প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সহিদুল ইসলাম, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জসিম উদ্দিন নাগর, দৈনিক সংবাদ প্রতিনিধি ময়েন কবীর, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহেদুল ইসলাম, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি আশিক-উল ইসলাম লেমন, দৈনিক আলোকিত সকাল/বার্তাবাজারা প্রতিনিধি তারিকুল ইসলাম খান লোহানী (সোহাগ), দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আবু মোতালেব হোসেন প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর