ভোটার নেই, কুকুর বসে আছে ভোট কেন্দ্রে

দুপুর টা ১ টা। নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটার নেই, কুকুর বসে আছে ভোট কেন্দ্রে। নিরাপত্তা প্রহরী কয়েকজন ব্রেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন।

বুথের ভেতরে গিয়েও দেখা গেলো একই চিত্র। সবাই অপেক্ষা করছেন ভোটারের। কিন্তু কোন ভোটার আসছে না। ফলে গল্পগুজবেই সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ভোটার ২৮৩২। দুপুর টা ১ পর্যন্ত ৪ নং বুথে ১ ভোটও পড়েনি। একই চিত্র দেখা গেলো ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

তবে সেনবাগ কলেজ কেন্দ্র ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় ১০ টায় । কলেজ কেন্দ্রে মোট ভোট ২৯১৮ ভোট সাড়ে ১০.৩০ টা পর্যন্ত ৩৯৫ ভোট পড়েছে ।

উপজেলার আরো কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায় মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২.৩০ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬৫ ভোট। ওই কেন্দ্র মোট ভোটার ৩০৮৭ জন। এরমধ্যে পুরুষ ১৬৩৭ ও মহিলা ১৫৫০ জন। এই কেন্দ্রে ভোট নিয়ে ভোটারদের কোন আগ্রহ নেই। উত্তর কাদরা কেন্দ্রে মোট ভোট ২১২৩ পৌনে ১২টা পর্যন্ত ২৯৭ ভোট পড়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর