৬৪ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। এ মামলার প্রতিবেদন দাখিলে আগামী ১২ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৬৪ বার পেছাল।

রোববার (৩১ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত প্রতিবেদন দাখিলে নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ বাসায় খুন হন। পরে রুনির ভাই বাদী হয়ে মামলা করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। মামলার অপর আসামিরা হলেন, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর