বগুড়ার ধুনটে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে সদরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা সদরের সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, মারপিট, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই জাহাঙ্গীর আলম পিন্টু পলাতক ছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে পিন্টুকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।
বার্তাবাজার/ডব্লিওএস