রূপগঞ্জে পোষাক কারখানায় শ্রমিক অসোন্তষ, সড়ক অবরোধ, ভাংচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ মাসের বেতন বোনাস ছাড়া বিনা নোটিশে ২৫ জন শ্রমিককে ছাটাই করায় এরিষ্টো ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসোন্তষ দেখা দিয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় তারা বেশয়কয়েকটি গাড়ি ভাংচুর করে।

এতে করে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃস্পতিবার সন্ধায় উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার এরিষ্টো ফ্যাশন লিমিডেটের সামনে এ শ্রমিক অসোন্তষের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, এরিষ্টো ফ্যাশন লিমিটেড নামে এক পোশাক কারখানার মালিকপক্ষ ২৫ জন শ্রমিককে ২ মাসের বকেয়া বেতন না দিয়ে কোন প্রকার নোটিশ ছাড়াই ছাটাই করে দেয়। বৃহস্পতিবার সন্ধায় শ্রমিকরা মালিকপক্ষকে বিনা নোটিশে ২৫ জন শ্রমিককে ছাটাই করার কারণ জিজ্ঞাসা করলে মালিকপক্ষ বলে তাদের মন ইচ্ছা মতো তারা শ্রমিক ছাটাই করেছে।

কারখানার কয়েকজন শ্রমিকের সঙ্গে মালিকপক্ষের তর্কবিতর্ক শুরু হয়। পরে এ ঘটনা পুরো কারখানায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা বেশকয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে সাধারন যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের কাছে ২৫ জন শ্রমিককে কারখানায় বহাল রাখা ও তাদের বেতন পরিশোধের আশ্বাস পাওয়ায় শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর