আশাশুনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নমুনা শস্য কর্তন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ও শ্রীউলা ইউনিয়নে দু’টি প্রদর্শনী ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি উদ্যোগে শস্য কর্তন করা হয়।
জিকেবিএসপি সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া ব্লকে কৃষক রকিবুল হাসান ৫০ শতক জমিতে ধান চাষ করেন।

বিনা – ১৯ জাতের ধান চাষ করার পর ফলনের পরিমান নিশ্চিত হতে নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তন শেষে দেখা গেছে জমিতে প্রতি হেক্টরে ৩.৮ মেঃ টন ধান উৎপাদিত হয়েছে। অপরদিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্লকে কৃষক আহসান উল্লাহ ৫০ শতক জমিতে বিনা- ১৯ জাতের ধান চাষ করেন।

নমুনা শস্য কর্তনকালে দেখা গেছে তার জমিতে হেক্টর প্রতি ৪ মেঃটন ধান উৎপদিত হয়েছে। শস্য কর্তনকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু ও রফিকুল ইসলাম।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর