ঘিওরে মহিলা কলেজের নব নির্মিত ভবন উদ্ধোধন

মানিকগঞ্জের ঘিওরে ডাঃ আব্দুর রহিম খান মহিলা কলেজের নব নির্মিত ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

এ সময় কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার,জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি প্রমুখ। জানা গেছে, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ২০০০ সালে এই কলেজটি কুস্তা গ্রামের প্রয়াত আফসার আলী খানের ভাই প্রভাসী ডাঃ আব্দুর রহিম খানের অর্থায়নে ৪ বিঘা জমির উপরে ঘিওর- টাঙ্গাইল আঞ্চলিক সহসড়কের পাশে উপজেলা সদরে নির্মান করা হয়।

এছাড়া আরো ৫বিঘা বিভিন্ন ধরনের জমি রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘদিন অতিবাহিত হবার পরেও কলেজটি জাতীয় করন না করায় কর্মরত শিক্ষক শিক্ষিকাসহ সাধারন কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মান করে।

পরে সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় উপজেলা অডিটরিয়ামে ২০১৮-১৯ অর্থ বছরের এডিপির বরাদ্দকৃত ৩৫টি সেলাই মেশিন,৩২টি স্প্রে মেশিন,২১টি ৪টি হেয়ারিং এইড ৩২০টি স্কুল ব্যাগ, ৫৫০টি টিফিন বক্স এবং এলাকার দুঃস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে ২১টি হুই চেয়ার বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর