দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৪

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর কলেজ রোড এলাকায় ৫ সেপ্টম্বর বৃহস্পতিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এদিকে একই স্থানে রাস্তা পার হওয়ার সময় কোচের ধাক্কায় আমেনা বেগম (৫৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শেরপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, শেরপুর পৌর শহরের মহাসড়কের কলেজ রোড এলাকায় ভোর সাড়ে চারটার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি কলা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট ২২-৯৬৪৫) এর সাথে বগুড়াগামী একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৮২৬৫) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। অপর ট্রাকের আহত ৪ জনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অপরদিকে সকাল ৭টার দিকে একই স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় কোচের চাপায় আমেনা বেগম নামের এক মহিলা প্রাণ হারিয়েছে। নিহত আমেনা শহরের উলিপুর পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। দুর্ঘটনা কবলিত মহাসড়কে প্রায় পৌনে একঘন্টা যানজট ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর তিনজনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, নিহতদের মধ্যে কলা বোঝাই ট্রাকের চালক হাফিজুল ইসলামের নাম জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর