আফগানদের বিপক্ষে ৬ স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ

সাগরিকায় লড়বে সাকিব আল হাসান বনাম রশিদ খান। স্পিন বনাম স্পিন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।তার আগে দুই দলের মধ্যে হয়ে গেল মুদ্রা নিক্ষেপের লড়াই।সেই লড়াইয়ে জিতেছে আফগান কাপ্তান।অর্থাৎ টস জিতেছেন রশিদ খান।প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ।

চমকে ঠাসা বাংলাদেশের একাদশ। এই ম্যাচে একাদশে কোনো পেসার রাখেনি বাংলাদেশ। বোলিং আক্রমণ সাজানো হয়েছে স্পিনার দিয়ে।রশিদ-নবীদের বিপক্ষে ছয় স্পিনার নিয়ে নেমেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে জায়গা পেয়েছেন চট্টগ্রামের লোকলবয় নাইম হাসান। এর আগে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সাদমানের।সেখানে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি।দুই ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট।এক ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের একাদশঃ
সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহিদী হাসান, তাইজুল ইসলাম ও নাইম হাসান।

আফগানিস্তানের একাদশঃ ইহসানউল্লাহ, ইব্রাহিম যাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, কায়স আহমেদ ও জহির খান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর