রিফাত হত্যা মামলার আরো এক আসামীর জামিন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার কিশোর আসামী আরিয়ান শ্রাবনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন। আরিয়ান শ্রাবন এ মামলায় চার্জশীটভূক্ত শিশু অপরাধীদের সবশেষ আসামী।

আরিয়ান শ্রাবণের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের জানান, ২৪ জুলাই বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরিয়ান শ্রাবনের পক্ষে জামিনের আবেদন করা হয়। নিম্ন আদালত জামিন নামঞ্জুর করলে ফের ১লা আগষ্ট জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য ফের মিসকেস দাখিল করেন।

সেপ্টেম্বর আংশিক শুনানী শেষে ফের বুধবার বিকেলে শুনানী অনুষ্ঠিত হয়। আড়াই ঘন্টা শুনানী শেষে আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান ২০ হাজার টাকা বন্ডে পিতার জিম্মায় গনমাধ্যমের সাথে কথা না বলার শর্তে শ্রাবনের জামিন মঞ্জুর করেন।

গত ৮ জুলাই রিফাত শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবনকে শহরের ধর্মতলার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। উল্লেখ্য,গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান আসামী নয়ন বন্ড গত ২ জুলাই ভোরে পুলিশের সাথে‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর