আশাশুনিতে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি অবহিতকরণ সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি এবং ভূমি কমিটির অংশ গ্রহণে ভূমিহীন বাছাই কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউকে-এইড এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন আশাশুনি ও উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।

প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদস্য জি এম মুজিবুর রহমান, সার্ভেয়ার শ্যামল কান্তি ঘোষ, সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং পল্লীচেতনার প্রকল্প সমন্বয়কারী বাবর আলি। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভূমিহীন যাচাই বাছাই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন অপ্রতিরোধ্য প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর