আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অভিদপ্তর কর্তৃক এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ২০১৯-২০২০,খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ)।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা প্রমুখ।

জানা গেছে, প্রত্যেক কৃষককে ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি মাসকলাই ফসলের বীজ, ডিএপি-১০ কেজি এবং এমওপি-৫ কেজি করে সার বিতরণ করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর