চট্টগ্রামের কোতয়ালী থানাধীন জুবলী রোডে অবস্থিত এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনাল নামক হোটেলে অভিযান চালিয়ে মোঃ আনোয়ারুল হোসেল রাসেল নামক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, অভিযান চালিয়ে মো. আনোয়ারুল হাসান রাসেল (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৯ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে তার ব্যবহৃত একটি স্কুটার সহ জব্দ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস