রামগঞ্জে সড়কে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাস্তা নির্মাণ কাজে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও গণস্বাক্ষর করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বিকাল ৩ টায় পৌরসভার নগর উন্নয়নের অধীনে প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে কলচমা সামার দোকান থেকে বুদ্ধির বাজার মালের বাড়ী হয়ে ১৪০০ মিটার নির্মাণাধীন সড়কে এ বিক্ষোভ করে। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠান আহম্মদ এন্টারপ্রাইজের কাছে সর্বনিম্ন ৬০ শতাংশ কাজের দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন, পৌর অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম নবাব,খোরশেদ আলম, আবু তাহের মাল, মনু মিয়া, জাহিদ হাসান, আবদুল মান্নান, হাবিবুর রহমান, আবদুর রহিম, মহিন মাল, শেখ ফরিদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর