নোবিপ্রবিতে পারিতোষিক প্রস্তুতকরণ সফটওয়ার এর প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরীক্ষার পারিতোষিক তৈরির জন্য “পারিতোষিক প্রস্তুতকরণ সফটওয়ার” এর প্রদর্শনী অনুষ্ঠান আজ বুধবার (০৪ সেপ্টেম্বর ২০১৯) সকালে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এর ৩য় তলায় আইকিউএসি এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সফটওয়ারটি উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম।এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আশিকুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি পরিবারের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, নোবিপ্রবির বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখার ছাত্র-শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর