পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক নিয়োগ

সব জল্পনা-কল্পনা শেষ করে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু প্রধান কোচই নয়, মিসবাহ একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস আবারও ফিরছেন জাতীয় দলে। মিসবাহর অধীনে তিনি পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন।

পিসিবি তাদের এক বিজ্ঞপ্তিতে মিসবাহকে কোচ ও প্রধান নির্বাচকে হিসেবে নিয়োগের বিষয়টি স্পষ্ট করেছে।
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে সরিয়ে দেওয়া হয়। নতুন কোচ নিয়োগে গঠন করা হয় ৫ সদস্যের একটি প্যানেল। সাবেক অধিনায়ক ও কোচ ইন্তিখাব আলমের নেতৃত্বে এ প্যানেল ছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাজিদ খান, পিসিবির সদস্য আসাদ আলী খান, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও অন্যতম পরিচালক জাকির খান। এই প্যানেল প্রধান কোচ ও নির্বাচক হিসেবে মিসবাহ ও বোলিং কোচ হিসেবে ওয়াকারের নিযুক্তি চূড়ান্ত করেন। পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, মিসবাহর ব্যাপারে এ প্যানেলের সিদ্ধান্ত ছিল ঐকমত্যের।

প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে নিজের অনুভূতি জানিয়েছেন মিসবাহ, ‘এটা আমার জন্য সম্মান ও গৌরবের বিষয়। সেই সঙ্গে বিপুল দায়িত্বেরও। আমি সব সময়ই ক্রিকেট নিয়েই থেকেছি। ক্রিকেটই আমার জীবন।’

বোলিং কোচ হিসেবে পিসিবি চেয়ারম্যান এহসান মানি নিযুক্ত করেছেন ওয়াকার ইউনিসকে। কিংবদন্তী পেসারকে সঙ্গে পেয়েও অভিভূত মিসবাহ। তিনি বলেন, ‘আমি আরেকবার আনন্দ ও উচ্ছাস প্রকাশ করছি , ওয়াকারের মতো একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব আমার সঙ্গে কাজ করবে। আমাদের অনেক তরুণ ফাস্ট বোলার রয়েছে। তাদের জন্য ওয়াকারের চেয়ে যোগ্য কোনো ব্যক্তি নেই’।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে মিসবাহ ছিলেন সফলতম অধিনায়ক। তার নেতৃত্বে ৫৬ টেস্টে ২৬টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে ১৯টিতে আর ড্র করেছে ১১ ম্যাচ। তার সময়ে পাকিস্তান প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে। ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর