জিএম কাদেরকে বিরোধী নেতা করে স্পিকারকে জাপার চিঠি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে উল্লেখ করে স্পিকারকে একটি চিঠি দিয়েছে জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বিকেলে জাপার একটি প্রতিনিধিদল জাতীয় সংসদে গিয়ে চিঠিটি দিয়ে আসে।

পাঁচ সদস্যর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তাঁর সঙ্গে ছিলেন জাপার সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, শরিফুল ইসলাম জিন্না ও নাজমা আক্তার।

প্রতিনিধিদলের কেউ বিষয়টি নিয়ে মুখ না খুললেও সংসদের একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং রওশন এরশাদকে উপনেতা হিসেবে উল্লেখ করে ওই চিঠি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১৫ জন সংসদ সদস্যের সম্মতিপত্রও দেওয়া হয়েছে। জাতীয় পার্টির মোট সংসদ সদস্য ২২ জন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর