শ্যামলীতে গণধর্ষণ : মূল আসামি তিন দিনের রিমান্ডে

শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নাহিদ পাটোয়ারীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনার পর থেকে মূল অভিযুক্ত নাহিদ পাটোয়ারী পলাতক ছিল। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করি। এরপর মঙ্গলবার ৭ দিনের রিমাণ্ড চেয়ে নাহিদকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।’

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার গত ২৮ আগস্ট ফাহিম আহমেদ ফয়েজ (৩০)-কে গ্রেফতার করা হয়। ফয়েজ ৭ দিনের রিমান্ডে ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড শেষে মঙ্গলবার ফয়েজকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার তদন্ত সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে আমরা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শ্যামলীর ৩ নং সড়কের ৩৫/১/বি ভবনের পঞ্চম তলায় হেলথ ভিশন নামে অফিস কাম বাসায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। ভুক্ভোগী ওই নারী রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার পর বুধবার (২৯ আগস্ট) দিনগত রাতে দুই জনকে আসামি করে শেরে বাংলানগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর ৪৯) দায়ের করেন তিনি।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর সঙ্গে এক বছর আগে নাহিদ পাটোয়ারীর পরিচয় হয়। ফেসবুকে তাদের মধ্যে যোগাযোগ ছিল। সেই সূত্রেই চাকরির ইন্টারভিউয়ের কথা বলে শ্যামলীর একটি বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ নাহিদ ও ফয়েজ ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর