ঘাটাইলে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

মঙ্গলবার সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর নামক স্থানে অবৈধভাবে বাল্ ুউত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুল ইসলাম।

এলকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ শংকরপুর এলাকায় সাড়াশি অভিযান চালান। এ সময় একটি ড্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সে সময় বিপুল পরিমাণের পাইপ নষ্ট করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাটাইল উপজেলাধীন জামুরিয়া ইউনিয়নের শংকরপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনকৃত ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর