শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

শেরপুর জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ সেপ্টেম্বর । যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর । প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর । ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর ।

এ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা। এ উপজেলায় ১৪০ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেরপুর সদরের সাথে শেষ ধাপে নির্বাচনে অন্যান্য উপজেলাগুলো হলো- নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবির হাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর