“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তালতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের মধ্য বাদুরগাছা গ্রামের হারুন গাজী বাড়ীর উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. বিল্লাল হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. হারুন-অর-রশীদ মুক্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পল্লী বিদ্যুতের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমসাময়িক সমস্যা ও তার সমাধানের বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে জোনাল অফিসের ডিজিএম খোলামেলা আলোচনা করেন।
বার্তাবাজার/ডব্লিওএস