সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার দক্ষিণ সুনামগঞ্জের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সোমবার উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত আনোয়ারা বেগম হরিপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের গ্রামের তালেব আলীর ও ফয়জুল হকের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষ ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে গোটা গ্রাম রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। উভয় পক্ষে আহত হন অন্তত ৩০ জন।খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করে। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর