গ্রামে ঘুরে চাঁদাবাজি: হাতির মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার্কাসে গিয়ে চাঁদাবাজি করতে করতে গরমে অসুস্থ হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট বাণিজ্য মেলায় আসা দি-লায়ন সার্কাসের হাতিটি কয়েক দিন ধরে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করছিল। সোমবার বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছালে হঠাৎ হাতিটি গরমে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই মারা যায়।

হাতিটির মাহুত সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বলেন, হাতিটির অসুস্থতার খবর পেলে চিকিৎসা দেয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে খবর পাওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

 

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর