অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতার নির্দেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতার জন্য জরুরি নির্দেশ দেয়া হয়েছে। এক জরুরি নোটিশের বিবৃতিতে হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে জানানো হয়, যারা এখনো আবাসিকতার ফরম পূরণ করেনি তাদেরকে আগামী (১০-০৯-১৯) তারিখের মধ্যে আবাসিকতার ফরম পূরণ করতে হবে। আর যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদেরকে উক্ত তারিখের মধ্যে হল ত্যাগ করতে হবে।

যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।উল্লেখ্য, পূর্বেও বেশ কয়েকবার অনাবাসিকদের আবাসিকতার জন্য নির্দেশ দেয়া হয়েছিল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর