রাবির ১১তম সমাবর্তন ৩০ নভেম্বর

আগামী ৩০ নভেম্বর শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।

রাবি ভিসি প্রফেসর এম আবদুস সোবহানের সভাপতিত্বে সমাবর্তন সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার।

ড. কর্মকার আরও জানান, অংশগ্রহণেচ্ছুকদের অনলাইনে রেজিস্ট্রেশন ৫ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ৩ হাজার ৫৭০ টাকা (সার্ভিস চার্জসহ)। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে বলে জানান তিনি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর